ডেস্ক নিউজ : রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কাওরান বাজারে অধিদফতরের সভাকক্ষে রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অংশীজন ও ঢাকা সিটির অধীনে সব বাজার কমিটির অংশগ্রহণে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বেশির ভাগ নিত্যপণ্যেই শুল্ক নেই, তাই আমদানি খরচ বাড়ার অজুহাত দেয়ার সুযোগ নেই বলে সভায় জানিয়েছেন বাণিজ্য সচিব। যুগের পর যুগ ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থার পেছনে ব্যবসায়ীদেরই দায়ী করেন তিনি।
তপন কান্তি ঘোষ বলেন, ‘আমরা যখন পণ্য প্যাকেটজাত করতে চাই বা দাম নির্ধারণ করতে চাই, তখন ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয়। আমরা পারতপক্ষে এভাবে দাম নির্ধারণ করতে চাই না। কারণ প্রত্যেক ক্ষেত্রে পণ্যের দাম নির্ধারণ করে এবং তা পালন করানো খুবই কঠিন। এক গ্রুপ আরেক গ্রুপকে ব্লেইম করছে। নিশ্চয় এর মধ্যে কেউ সুযোগ নিচ্ছে।’
ব্যবসায়ীদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বাণিজ্য সচিব বলেন, প্রত্যেক মানুষকে আলাদা আলাদাভাবে পাহারা দেয়া সম্ভব নয়। সরকার শুধু পলিসি ও গাইডলাইন ঠিক করে দেবে। কাউকে শাস্তি দেওয়া রেগুলেটরি অথরিটির উদ্দেশ্য নয়। কিন্তু অনেক সময় করতে হয়।
এদিকে এবারের রমজান হবে জরিমানাবিহীন, এমন প্রতিশ্রুতি ব্যবসায়ী নেতাদের। ভোক্তা অধিকারের মতবিনিময় সভায় তারা বলছেন, রোজা এলেই ভোক্তা, ব্যবসায়ীরা সরকারের জরিমানার ভয়ে থাকে।
ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আমরা এ রমজান জরিমানাবিহীন কাটাতে চাই। তবে বাণিজ্য মন্ত্রণালয়কে একটি দায়িত্ব নিতে হবে, সেটি হচ্ছে যে এ রমজান মাসে ডলারের দাম বাড়বে না।’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন বলেন, বিশ্ববাজারে দাম বাড়লে দেশেও দাম বাড়বে, এটি স্বাভাবিক। কিন্তু আজকে ডলারের দাম বাড়লে কালই যেন পণ্যের দাম বাড়িয়ে দেয়া না হয়।
রোজা বা অন্যান্য ধর্মীয় উৎসব এলে বিভিন্ন দেশে পণ্যের দাম কমলেও বাংলাদেশে দাম বাড়ার চিত্রটি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সেটা চাই না। অন্তত দামটা যেন না বাড়ে, সেটাই হোক এবারের লক্ষ্য।’
এ বছর রমজানে সারা দেশের নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৫০টি টিমের সার্বক্ষণিক নজরদারি থাকবে। সভায় শুধু খুচরা ব্যবসায়ীদের দোকানে অভিযান না চালিয়ে সংকটের গোড়ায় যাওয়ার আহ্বান জানিয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)।
কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:১৪