বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় দেশের নয়জন গুণীকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পদক দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। ইউনির্ভাসেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ও ইউনির্ভাসেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় গুণীজন সংবর্ধনা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। পদক পাওয়া ব্যক্তিরা হলেন, চিকিৎসায় ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, শিক্ষায় নর্থ সাউথ ইউনির্ভাটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সাহিত্যে কথা সাহিত্যিক আনিসুল হক, প্রশাসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আইন শৃংখলায় পুলিশের এন্টি টেরিজম ইউনিটের ডিআইজি (অপারেশন্স) মো. মনিরুজ্জামান, সাংবাদিকতায় এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, সঙ্গীতে কণ্ঠশিল্পী শুভ্র দেব, সংস্কৃতিতে (পুরুষ) চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সংস্কৃতিতে (নারী) অভিনেত্রী তারিন জাহান। পদকপ্রাপ্তদের হাতে পদকের পাশাপাশি নানা উপহার তুলে দেওয়া হয়।
গুণীজন সংবর্ধনা পরিষদের উপদেষ্টা ডা. আশীষ কুমার চক্রর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সিভিল সার্জন ডা, মোহাম্মদ একরাম উল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি মো. আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:২৬