ডেস্ক নিউজ : প্রশ্ন : অজু অবস্থায় ধূমপানের পর শুধু কুলি করে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি?
আপন ইবনে বাদল, কলমাকান্দা, নেত্রকোনা
উত্তর : অজু থাকা অবস্থায় ধূমপান করলে অজুর কোনো ক্ষতি হবে না। অজু থাকা অবস্থায় ধূমপানের পর শুধু কুলি করার দ্বারা যদি মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় তাহলে যথাযথভাবেই নামাজ আদায় হয়ে যাবে। আর যদি মুখের দুর্গন্ধ দূর না হয় তাহলে নামাজ মাকরুহ হবে।ফতোয়া কাসেমিয়া : ৭/৪৩৯
কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৮