স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রাতে চরম নাটকীয় একটি ম্যাচ দেখল ফুটবলপ্রেমীরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে ১৪ মিনিটে ২ গোল হজম করার পর ৫ গোল করেছে বর্তমান রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়রকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
দুটি গোল ও একটি অ্যাসিস্ট করা ভিনি সম্পর্কে রিয়াল কোচ বলেন, ‘আমি মনে করি, ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে সে (ভিনিসিয়ুস) বিশ্বসেরা। মাঠে সে ড্রিবল করে, প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে। অ্যাসিস্ট করে, গোল করে। ম্যাচের পুরোটা সময় জুড়ে সে এগুলোই করতে থাকে। সে কখনোই থামে না।’
ভিনির মতোই পারফর্ম করেছেন ব্যালন ডি’অর বিজয়ী তারকা করিম বেনজিমা। তাঁরও দুই গোল, এক অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির সমান টানা ১৮ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন বেনজিমা। লিভারপুলের বিপক্ষে রিয়ালের কাজ অবশ্য এখনই শেষ হয়ে যায়নি। দুই দলের মধ্যকার দ্বিতীয় লেগ ১৫ মার্চ বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১৯