আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২২ ফেব্রুয়ারি) আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায়, উত্তরাঞ্চলীয় আব্দিয়াজিজ জেলায় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গ্রিনিচ মান সময় ১২টার দিকে এ হামলা চালানো হয়। এতে তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, হামলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ভবন এবং পার্শ্ববর্তী বাসাবাড়ি থেকে আরও অনেক বেসামরিক নাগরিককে উদ্ধার করেন।
জঙ্গি গ্রুপ আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। আল কায়েদার সঙ্গেও গ্রুপটির সম্পর্ক রয়েছে। আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে থাকে। অবশ্য আল শাবাবের এ ধরনের কর্মকাণ্ড দেশটিতে আন্তর্জাতিক সাহায্যের সরবরাহকেও সীমিত করেছে।
মোহাম্মাদ আলী নামে এক সেনা সদস্য জানান, হামলাকারীরা প্রধান প্রবেশপথে বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায়। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ফ্রন্টলাইনে পরাজিত হওয়ার পর তারা ভবনগুলোতে হামলা চালায়।
সাম্প্রতিক মাসগুলোতে সোমালি সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়ারা মার্কিন বিমান হামলার এবং ‘এটিএমআইএস’ নামে পরিচিত আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সহযোগিতায় চালানো এক অভিযানে জঙ্গিদের কাছ থেকে বিশাল এলাকা পুনরুদ্ধার করে। তবে এখনও দেশটির অনেক এলাকা আল-শাবাব গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। ২০০৭ সাল থেকে তারা সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।
কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২৩