সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : পদযাত্রা’র নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া,জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় পৌর আওয়ামী যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে আজ বুধবার বিকেলে শহরের গোস্তহাটি মোড়ে নওগাঁ পৌর আওয়ামী যুবলীগের আয়োজন এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নওগাঁ পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ আলমগীর হোসেন বাদশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়।
পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাহিনুর ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত সবুজ, সহ-সভাপতি মাসুদ রানা মুক্তা সহ সদর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া,জনগণ ও পুলিশের উপর হামলা ও ক্ষতি করছেন। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুবলীগ।
কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৫