স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো-লিগে আল তাউনের বিপক্ষে আল নাসরের ম্যাচের আগে ঘটনা। আর একটু হলেই বড় চোট পেতে পারতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শেষ মুহূর্তে নিজেকে বাঁচান সিআরসেভেন। তাতে অল্পের জন্য রক্ষা পান তিনি।
সেদিন মাঠে নামার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। আর তখনই নিরাপত্তাকর্মীদের চোখে ধুলো দিয়ে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। ছুটে যান পর্তুগিজ তারকার কাছে। আর তখনই ঘটে বিপত্তিটা। পা হড়কে পড়ে যান সেই সমর্থক। রোনালদোর সঙ্গে অল্পের জন্য প্রায় ধাক্কা লেগে যেতে পারত তার। কিন্তু শেষ মুহূর্তে এক লাফে সেখান থেকে সরে যান রোনালদো। ফলে ধাক্কা লাগেনি।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৩