স্পোর্টস ডেস্ক : লা লিগায় চলতি মৌসুমে দ্বিতীয় এল ক্লাসিকো ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বার্সেলোনার ঘরের মাঠ কাম্প নাউয়ে আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গত অক্টোবরে প্রথম এল ক্লাসিকো ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেয় রিয়াল মাদ্রিদ। আসছে ক্লাসিকো ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ১৯ মার্চ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। চলতি মৌসুমে শিরোপার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। পরবর্তী ক্লাসিকো ম্যাচে শিরোপার রূপরেখা নির্ধারণ হয়ে যেতে পারে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। অক্টোবরে লা লিগার প্রথম লেগের ক্লাসিকোর পর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দেখা হয় দুই দলের। জানুয়ারিতে অনুষ্ঠিত ম্যাচটি জিতে শিরোপা জয় করে বার্সা। লা লিগায় ফিরতি লেগ ছাড়াও আরও একবার দেখা হবে বার্সেলোনা ও রিয়ালের। কোপা দেল দের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৩