স্পোর্টস ডেস্ক : চোটের কারণে ওসাসুনার বিপক্ষে খেলতে পারেননি বেনজেমা। এখনও চোট পুরোপুরি সেরে উঠেনি তার। তা সত্ত্বেও কোচ তাকে স্কোয়াডে রেখেছেন, হয়তো লিভারপুল শক্তিশালী দলগুলোর একটি বলেই। বেনজেমা ছাড়াও দলে রয়েছেন আলভারো রদ্রিগেজ, সার্জিও আরিবাস ও মারিও মার্টিন। শেষের তিনজনই কাস্তিয়ার। তাদের পাশাপাশি কাস্তিয়া থেকে সুযোগ পেয়েছেন গোলরক্ষক লুইস লোপেজ।
বেনজেমা সুযোগ পেলেও চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন টনি ক্রুস ও চুয়ামেনি। ক্রুস দলের হয়ে সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি। তাদের বদলে সুযোগ মিলেছে ফারল্যান্ড মেন্ডি ও মারিয়ানো দিয়াজের।
গোলরক্ষক: থিবো কর্তোয়া, লুনিন, লুইস লোপেজ।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮