মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
Update Time :
সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
১২২
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সংত্রুান্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।সোমবার (২০ফেব্রুয়ারি ২০২৩ইং)সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সংত্রুান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো:কামরুল হাসান পিএসসি। মতবিনিময় সভায় নবাগত মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি কে মাটিরাঙ্গা উপজেলাবাসীর পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম পৌর মেয়র শামছুল হক ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো:মুরাদ হোসাইন পিএসসি,মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মাটিরাঙ্গা পৌর সভার মেয়র মো:শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাকারিয়া, গুইমারা থানার ইন্সপেক্টর তদন্ত মো:মনির হোসেন , মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা জিএম আলমগীর হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সহ জনপ্রতিনিধি, সাংবাদিক,সামরিক-বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান পিএসসি বলেন,পার্বত্য অঞ্চলের আত্ম সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ের যে সমস্ত আঞ্চলিক দলগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়ে তিনি আরো বলেন পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সাথে কাজ করে যাবে।