স্পোর্টস ডেস্ক : মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচের পর প্যারিস সেইন্ট জার্মেইয়ের অধিনায়ক মার্কুইনিয়োসের সঙ্গে রক্ষণভাগের সতীর্থ প্রেসনেল কিম্পেম্বের সম্পর্ক শীতল হয়ে পড়েছে। মার্কুনিয়োস মনে করেন সেদিনের ম্যাচের পর কিম্পেম্বে ক্লাবের সমর্থকদের সামনে যা করেছেন তা সরাসরি তার অধিনায়কত্বের প্রতি আক্রমণ। এমনটাই জানিয়েছে ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল।
গত ১১ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর কাছে ৩-১ গোলে হারে পিএসজি। মোনাকোর মাঠ স্তাদে লুইস দ্বিতীয়তে মেসি-এমবাপ্পেকে ছাড়া খেলতে নেমে শোচনীয়ভাবে হার মানে লিগ ওয়ানের জায়ান্টরা। তারকা সমৃদ্ধ দলের এমন হার কিছুতেই মেনে নিতে পারেনি সেদিন মাঠে আসা পিএসজির সমর্থকরা। তাই ক্ষোভ প্রকাশ করতে থাকে মাঠেই।
পিএসজির একাডেমি থেকে মূল দলে উঠে আসা কিম্পেম্বে একাডেমির খেলোয়াড়দের প্রতি ক্লাবটির আচরণে বেশ হতাশ। চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পেতে মরিয়া মালিকপক্ষ ক্লাবটির তরুণ প্রতিভাদের বিক্রি করে উচ্চমূল্যের ট্যাগ লাগানো তারকাদের দলে ভেড়াতে বেশি আগ্রহী এবং বেশির ভাগ ক্ষেত্রেই প্রচুর দাম দিয়ে কেনা এই তারকারা ক্লাবের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। যে কারণে ওয়ারেন জায়ারে-এমেরে, এল চাদাইলে বিতসিয়াবু ও ইসমাইল ঘারাবির মতো উঠতি তারকারা ড্রেসিংরুমে কোণঠাসা হয়ে পড়েছেন।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৪