ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলা একাডেমীর অমর একুশে বইমেলায় আগত দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ছিনতাই করার সময় এক ছিনতাইকারী কে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।আটক ছিনতাইকারীর নাম জুম্মন।তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়।সে ঢাকায় হাজারীবাগে থাকে।
জানা যায়, আজ ১৭ ফেব্রুয়ারী (২০২৩) শুক্রবার রাত আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)’র রাজু ভাস্কর্যের পেছনে বাংলা একাডেমীর বইমেলায় আগত এক মহিলার কাছ থেকে মোবাইল ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী কে হাতেনাতে ধরে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র। ছাত্ররা তাকে আটক করার সাথে সাথে মোবাইলটি সে কৌশলে মাটিতে ফেলে দেয়। ছাত্রদের জিজ্ঞাসাবাদের মুখে সে স্বীকার করে সে মোবাইলটি ওই মহিলার কাছ থেকে চুরি করেছে।
উপস্থিত ছাত্ররা ছিনতাইকারী কে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার কাছে সোপর্দ করে। ছিনতাইকারী কে হাতেনাতে ধরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র জালাল আহমদ জানান, আমি বাংলা একাডেমী থেকে আসার সময় রাজু ভাস্কর্যের পেছনে হঠাৎ এক মহিলা ‘আমার মোবাইল নিয়ে গেছে,আমার মোবাইল নিয়ে গেছে’ বলে চিৎকার করছে। এ সময় আমি ছিনতাইকারীকে পেছন থেকে ধাওয়া করি।সে দৌড়াতে থাকে। পরে আমি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ছিনতাইকারী কে পেছন থেকে ধাওয়া করে টিএসসি সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের গেটের সামনে ধরে ফেলি ।
ছিনতাইকারী কে বাংলা একাডেমির পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়েছে। ভুক্তভোগী মহিলা এডভোকেট মুন্নি আক্তার মুন জানান, আমি বাংলা একাডেমী থেকে আসার সময় এই ছিনতাইকারী আমার মোবাইল কেড়ে নেয়। আমি চিৎকার করলে কয়েক জন শিক্ষার্থী তাকে আটক করে। রমনা থানার এসআই মোঃ রাসেল মিয়া জানান,বাংলা একাডেমির কন্ট্রোল রুমে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মোবাইল মালিকের কাছে মোবাইল ফেরত দেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৪