আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেন যদি তার দেশে হামলা না চালায়; তাহলে বেলারুশ চলমান যুদ্ধে দেশটিতে সেনা পাঠাবে না। তার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এর আগে বৃহস্পতিবার আলেকজান্ডার লুকাশেঙ্কো বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, তার দেশ ইউক্রেনে সেনা পাঠাবে না, যতক্ষণ না বেলারুশ নিজে আক্রমণের শিকার হয়।
এর আগে বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, পোল্যান্ড সীমান্তের কাছে একটি ঘাঁটিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেলারুশের সেনাবাহিনী। ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে দেশটিতে বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। তার অংশ হিসেবে দেশটির ঘনিষ্ঠ মিত্র বেলারুশও এমন প্রস্তুতি নিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করা হয় বিভিন্ন মহল থেকে।
এমনই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাজধানী মিনস্কে বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেলারুশীয় প্রেসিডেন্ট। দেশটির অবস্থান স্পষ্ট করে লুকাশেঙ্কো বলেন, তার দেশ আক্রান্ত না হলে ইউক্রেনে সেনা পাঠাবে না বেলারুশ।
এর পর বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনে আক্রমণের জন্য বেলারুশ যদি রাশিয়াকে স্টেজিং পয়েন্ট (ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়) দেয়, তা হলে সেটি হবে একটি ‘মারাত্মক ভুল’।
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৩