ডেস্ক নিউজ : বিপিএলের শুরুটা ছিল প্রশ্নবিদ্ধ। ডিআরএস না থাকায় আম্পায়ারিংয়ের মান নিয়ে হয়েছে সমালোচনা। তবে মাঠের লড়াইটা হয়েছে জমজমাট। বিপিএলে ফাইনালে সিলেট অধিনায়ক মাশরাফি মুর্তজার রেকর্ড ঈর্ষণীয়। আবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সও ফাইনালে কখনো হারেনি।
আজকের খেলা প্রসঙ্গে ইমরুল কায়েস বলেন, ‘সিলেট ভালো ক্রিকেট খেলছে, আমরাও ভালো ক্রিকেট খেলছি। আমরা প্রথম তিন ম্যাচ হারের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছি সেটা ভালো ব্যাপার। এজন্য ক্রিকেটারদের কৃতিত্ব দিতেই হয়। সবাই অনেক পরিশ্রম করেছে এবং চেয়েছে যে আমরা ফাইনাল খেলব। ফাইনালে আসতে পেরেছি। আশা করি শেষটাও ভালো হবে।
আগেরদিন ‘মাশরাফি-ম্যাজিক’ শব্দটা মানতে রাজি হননি মাশরাফি নিজেই। কুমিল্লার অধিনায়ক ইমরুলও একই কথা বললেন। তিনি বলেন, ‘ক্রিকেট খেলাটা দলগত। এখানে ম্যাজিক বলে কিছু নেই। দলের মধ্যে একতা থাকলে সবাই পারফর্ম করলে সাফল্য আসবেই। দেখা যায় অনেক ভালো খেলোয়াড় দিয়ে দল গড়েও ফল আসে না।’ফাইনাল দিয়ে আজ এক মাস ১০ দিনের টুর্নামেন্টের পর্দা নামছে।
কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮