শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

বিপিএলের আগের আট ফাইনাল কেমন ছিল?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের বাকি আর দুই ম্যাচ। ইতোমধ্যে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে ফরচুন বরিশাল। 

অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্সকে ধরাশায়ী করে ফাইনলে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পেয়েছে মাশরাফির সিলেট। 

বৃহস্পতিবার সিলেটের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের নবম আসরে প্রথমবারের মতো ফাইনাল খেলবে সিলেট।
 
এর আগের আটটি ফাইনাল কেমন ছিল বিপিএলের? চলুন জেনে নেওয়া যাক-  

প্রথম বিপিএল ফাইনাল (২০১২): বিপিএলের প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ঢাকা গ্লাডিয়েটর্স ও বরিশাল বার্নার্স। টসের বিপক্ষে  আগে ব্যাটিং করতে নেমে  ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করে  বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ। 

জবাবে পাকিস্তানের ইমরান নাজিরের ৭৫ রানের সুবাদে ১৬তম ওভারেই জয় তুলে নেয় ঢাকা। ৮ উইকেটের জয়ে শিরোপা জয় করে  মাশরাফি বিন মর্তুজার ঢাকা।

দ্বিতীয় বিপিএল ফাইনাল  (২০১৩): দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয় ঢাকা গ্লাডিয়েটর্স ও চিটাগং কিংস। টস জিতে প্রথমে বোলিং করতে নামে চিটাগং।

এনামুল হকের ৫৮ রানের সুবাদে প্রথমে ব্যাট করে বড় স্কোরই করে ঢাকা। ২০ ওভারে ৯ উইকেটে ১৭২ রান করেছিলো ঢাকা। জবাবে ১৯ বল বাকী থাকতে ১২৯ রানে অলআউট হয় চিটাগং। ফলে ৪৩ রানের জয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জিতে মাশরাফির ঢাকা।

তৃতীয় বিপিএল ফাইনাল (২০১৫): তৃতীয় আসরের শিরোপার স্বাদ পেয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়েছিলো কুমিল্লা।

টস হেরে  ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান তুলে বরিশাল। শাহরিয়ার নাফীস অপরাজিত ৪৪ ও মাহমুদুল্লাহ ৪৮ রান করেন। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান তুলে শিরোপা জয়ের স্বাদ নেয় কুমিল্লা। অধিনায়ক হিসেবে হ্যাট্টিক শিরোপার স্বাদ পান মাশরাফি।

চতুর্থ বিপিএল ফাইনাল (২০১৬): চতুর্থ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। ফাইনালে ৫৬ রানের জয়ে শিরোপা স্বাদ নেয় ঢাকা।

টস জিতে প্রথমে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে ঢাকা। জবাবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৩ রানে গুটিয়ে ম্যাচ হারে রাজশাহী।

পঞ্চম বিপিএল ফাইনাল (২০১৭) : ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা জিতে মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। ফাইনালে রংপুর ৫৭ রানে হারায় ঢাকা ডায়নামাইটসকে।
৬৯ বলে ৫টি চার ও ১৮টি ছক্কায় অপরাজিত ১৪৬ রান করেন গেইল। শেষ পর্যন্ত ২০ ওভারে ১ উইকেটে রংপুর করে ২০৬ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে ঢাকা ডায়নামাইটস।

ষষ্ঠ বিপিএল ফাইনাল (২০১৮): ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দ্বিতীয়বারের মত বিপিএলের শিরোপা ঘরে তুলে কুমিল্লা। ফাইনালে ১৭ রানে জয় পায় কুমিল্লা।

টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করে কুমিল্লা। ৬১ বলে ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম ইকবাল । ১০টি চার ও ১১টি ছক্কা মারেন তামিম।
২০০ রানের জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান করে ম্যাচ হারে ঢাকা।

সপ্তম বিপিএল ফাইনাল  (২০১৯): সপ্তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিলো খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। ২১ রানে ফাইনাল জিতে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলে রাজশাহী।

টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ইরফান শুক্কুরের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান করে রাজশাহী। ৩৫ বলে ৫২ রান করেন ইরফান।

জয়ের জন্য ১৭১ রান টার্গেট পেয়ে খুলনার ব্যাটাররা জ্বলে উঠতে না পারায়  ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান পর্যন্ত যেতে পারে  খুলনা। 

অষ্টম বিপিএল ফাইনাল (২০২২): তৃতীয়বারের মত অষ্টম আসরের ফাইনালে উঠে কুমিল্লা। শিরোপা নির্ধারনী ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ ছিলো ফরচুন বরিশাল। শ্বাসরুদ্ধকার ফাইনালে কুমিল্লা ১ রানে হারায় বরিশালকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে কুমিল্লা। জবাবে ৮ উইকেটে ১৫০ রান করে হার মানে বরিশাল।
 

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit