বিরোধীদলীয় নেতা আশা করেন, আইন বিষয়ে দক্ষ দেশের নতুন রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের আস্থা এবং জনগণের ভালোবাসা অর্জন করবেন। তাঁর মেয়াদেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি সব দলের দূরত্ব কমানোর উদ্যোগ নিয়ে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন-এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা। বিরোধীদলীয় নেতা নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।