বিনোদন ডেস্ক : সিনেমা মুক্তির আগে প্রচারে ব্যস্ত থাকেন কলা-কুশলীরা। ব্যক্তিক্রমধর্মী সব পরিকল্পনা নিয়ে করা হয় প্রচার। ‘আদিম’ সিনেমার নির্মাতা যুবরাজ শামীম নিজেই রাস্তায় নেমেছেন তার সিনেমাটি নিয়ে। পোস্টার-ব্যানার লাগাচ্ছেন না, চিকা মারছেন।
অবাক করার মতো বিষয় হলোও এটি সত্য। পোস্টার ছাড়াই শুরু হয়েছে ‘আদিম’ সিনেমার প্রচার। নির্মাতার চিকা মারার ছবি পাওয়া গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যুবরাজ শামীমের ভাষ্য, ‘নিজেদের মতো করে আদিমের প্রচরণা শুরু করেছি। ভেতরে কোনো রকম চাপ কিংবা প্রত্যাশা নেই। আমরা শুধু চাচ্ছি যতটা সম্ভব আদিমের নাম মানুষের কান পর্যন্ত পৌঁছাক।’
শামীম তার ফেসবুকে লিখেছেন, ‘মস্কো ও অন্যান্য কয়েকটি চলচ্চিত্র উৎসবে আদিম পুরস্কৃত হওয়ায় ইতোমধ্যে কেউ কেউ আদিম সিনেমার নাম জেনেছেন। যা আমাদের প্রচারণার কাজকে অনেকটা এগিয়ে রেখেছে।’
‘আদিম’ সিনেমায় কোনো পেশাদার অভিনেতা-অভিনেত্রী কাজ করেননি। বিভিন্ন ঘাত-প্রতিঘাত সামলে শেষ হয়েছে সিনেমাটির কাজ। রসায়ন ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ‘আদিম’। সহপ্রযোজক হিসেবে ‘সিনেমাকার’ ও ‘লোটাস ফিল্ম’ যুক্ত আছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক।
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২১