ডেস্ক নিউজ : ছোট-বড় সব ধরনের পাপের মূল ভিত্তি হলো তিনটি। আল্লাহ ছাড়া অন্য কারো সঙ্গে অন্তর সম্পৃক্ত করা, রাগশক্তির আনুগত্য ও প্রবৃত্তিশক্তির কথা অনুযায়ী চলা। এ তিনটি কাজ ক্রমানুসারে শিরক, জুলুম ও অশ্লীলতা। আল্লাহ ছাড়া অন্যের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও তাঁর সঙ্গে অন্য কাউকে ডাকার চূড়ান্ত পরিণতি শিরক।
রাগের মাথায় কোনো কাজ করার সর্বোচ্চ অন্যায় হচ্ছে হত্যা করা। আর অশ্লীলশক্তির আনুগত্য করে কাজ করলে এর পরিণতি জিনায় লিপ্ত হওয়া। এ কারণেই আল্লাহ তাআলা এ তিনটি কাজকে একত্রে এভাবে বলেছেন, ‘আর যারা আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকে না এবং যারা আল্লাহ যে প্রাণ হত্যা করা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না। আর যারা ব্যভিচার করে না।’ (সুরা : ফুরকান, আয়াত : ৬৮)
এ তিনটি অন্যায় কাজ একটির দিকে অন্যটি আহ্বান করে। শিরক জুলুম ও অশ্লীলতার দিকে ডাকে, যেভাবে ইখলাস ও তাওহিদ ব্যক্তিকে জুলুম ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেছেন, ‘এভাবেই, যাতে আমরা তার থেকে অনিষ্ট ও অশ্লীলতা দূর করে দিই। নিশ্চয়ই সে আমার খালেস বান্দাদের অন্তর্ভুক্ত।’ (সুরা : ইউসুফ, আয়াত : ২৪)।
[সূত্র : আল-ফাওয়ায়েদ, ইবনুল কাইয়্যিম (রহ.)]
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৮