ডেস্ক নিউজ : বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) পরিচালিত দুই পর্বের ব্যাংকিং ডিপ্লোমার উভয় পর্ব পাস বাধ্যতামূলক করা হলো।
তবে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন পদে নিয়োগকৃত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে ডাক্তার, প্রকৌশলী (পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা) এবং প্রচার ও প্রকাশনা পদের কর্মকর্তারা নতুন এ নির্দেশনার বাইরে থাকবেন। এ নির্দেশনা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে ২০২০ সালে জারি করা এ সংক্রান্ত আগের নির্দেশনাটি বাতিল করা হয়েছে বলে নির্দেশনায় জানানো হয়েছে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ব্যাংকে কর্মরত অফিসার ও সমমানের পদ থেকে মহাব্যবস্থাপক ও সমমানের (প্রধান নির্বাহীর অব্যবহিত নিচের এক স্তর ব্যতীত অন্য সব কর্মকর্তা, যে নামেই অভিহিত হোক না কেন) পদ পর্যন্ত প্রতিটি ধাপে পদোন্নতির ক্ষেত্রে মোট নম্বরের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমা (জেএআইবিবি ও ডিএআইবিবি) পরীক্ষায় পাসের জন্য একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ রাখতে হবে।
এদিকে দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাংকিং খাতের গুরুত্ব অপরিসীম জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, এ খাতে মৌলিক ব্যাংকিং জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি ও সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর আবশ্যকতা বিবেচনায় এ নির্দেশনা জারি করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০২