স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে সিরি আ’র শিরোপা দৌড়ে বাকিদের বেশ বড় ব্যবধানে পেছনে ফেলেছে নাপলি। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ইন্টার মিলানের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৩! বড় ধরনের কোনো অঘটন না ঘটলে যে দীর্ঘকাল পর সিরি আ’র শিরোপা নেপলসে যাচ্ছে তা বলাই যায়। নাপলির এ সাফল্যের পেছনে বড় অবদান দলটির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর অসিমহেনের। সিরি আ’য় চলতি মৌসুমে ১৭ ম্যাচেই ১৬ গোল করেছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। পাশাপাশি করেছেন ৩টি অ্যাসিস্ট।
২০২১ সালে ইতালি ছাড়ার আগে তুরিনের বুড়িদের হয়ে ১৩৪ ম্যাচে ১০১ গোল করেন রোনালদো। নাপলির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা অসিমহেনকে নিয়ে এরই মধ্যে বড় দলগুলোর মধ্যে কাড়াকাড়ি লেগে গেছে। আগামী মৌসুমে তাকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড।
কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০০