স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টাইনরা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, মেসিকে নিজেদের কাছে রেখে দিতে আলোচনা শুরু করে দিয়েছে প্যারিসের ক্লাবটি।
বিশ্বকাপের পর পিএসজির হয়ে ৫ ম্যাচে ৩ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দুর্দান্ত ছন্দে থাকায় তাকে ধরে রাখতে চাইছে পিএসজি।
এ ব্যাপারে ক্লাবটির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস বলেছেন, ‘চুক্তি নবায়ন নিয়ে মেসির সঙ্গে আলোচনা চলছে। কর্মপরিকল্পনায় ওকে রেখে দেওয়াই এই মুহূর্তে আমাদের লক্ষ্য। বিষয়টা লুকোনোর কিছু নেই।’
কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:৪৬