শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশের প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি) এর আয়োজনে আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সফলে জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসীদের এনআইডি/জাতীয় পরিচয়পত্র তৈরীতে বিভিন্ন প্রকারের ভোগান্তি নিয়ে আলোচনাকালে বক্তারা বলেন, নির্বাচন কমিশন কর্তৃক এনআইডি তৈরীতে স্বাভাবিক প্রক্রিয়া বিদ্যমান।
কিন্তু উপজেলা পর্যায়ে এনআইডি তৈরীতে ফরম পূরণ, ফিঙ্গার প্রিন্ট ও ছবি তোলার ক্ষেত্রে প্রবাসীসহ সর্বস্তরের নাগরিকদের ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় এনআইডি তৈরীর জন্য প্রায়শই বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসে অর্থ গ্রহণ করা হয়। বর্তমানে ডিজিটাল বাংলাদেশের অপরিহার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। সন্তানকে স্কুলে ভর্তির সময় মা-বাবার এনআইডি লাগে। এমনকি মৃত্যুর পরও মৃত ব্যক্তির পরিবারের নানা কাজে লাগে এনআইডি নাম্বার। বাংলাদেশী প্রবাসীদের ক্ষেত্রে উত্ত্বরাধিকারী ও জমি সংক্রান্ত কাজে বর্তমানে এনআইডিকে বাধ্যতামূলক করা হয়েছে। তাই প্রবাসীরা নিজেদের জায়গা-জমির মালিকানা নির্ণয়ে যাঁদের এনআইডি নেই তাঁদেরকে এনআইডি কার্ড খুবই প্রয়োজন। বক্তারা আরো বলেন, বাংলাদেশী প্রবাসীদের জন্য এনআইডি কার্ড তৈরীতে সর্বক্ষেত্রে সবধরনের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট সভাপতিত্বে ও জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন জেপিকেপি’র উপদেষ্টা মোঃ ইদ্রিস আলী, জেপিকেপি’র কেন্দ্রীয় নেতা এম. এ নাসির সোজা, মোঃ জিয়াউর রহমান, নির্মলেন্দু সরকার, জয়সেন দাস, মোঃ মফিজুর রহমান নজমুল, মোঃ ফখর উদ্দিন, সিসিক ১৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম, জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এম সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, সহ-সভাপতি এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাসুদ আহমদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার হোসেন মনি, সহ-সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, দপ্তর সম্পাদক এস. এম শাব্বীর আমীন তাহমীদ, প্রচার সম্পাদক তারেক মোহাম্মদ রেদওয়ান, সহ-প্রচার সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আলম তালুকদার কিবরিয়া।
বিশেষ বর্ধিত সভায় উপস্থিত নেতৃবৃন্দদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামী ০৭ ফেব্রুয়ারী রাত ৮.০০ ঘটিকায় জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যালয় (৬৪/এ বিহঙ্গ, কাজিটুলা, সিলেট)-এ ১০ ফেব্রুয়ারী শুক্রবার অভিষেক অনুষ্ঠান সফলে প্রস্তুতি সভা এবং ৮ ফেব্রয়ারী বুধবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে কমিটি পূর্নগঠন ও কমিটিকে ৬৩ সদস্য থেকে বর্ধিত করে নতুন ভাবে পদবিন্যাস করার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিশেষ বর্ধিত সভা সমাপ্ত হয়। উল্লেখ্য, ২৮ জানুয়ারি শনিবার অভিষেক অনুষ্ঠান সফলে বিশেষ প্রস্তুতি সভায় ৩০ জানুয়ারী বিশেষ বর্ধিত সভার উদ্যোগ গ্রহণ করা হয়।
কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৮