লাইফস্টাইল ডেস্ক : অতিরিক্ত ব্যস্ততার জন্য অনেকে পার্লারে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। ফলে ক্রমশ বিষণ্ণ হয়ে পড়ে ত্বক। সঠিক যত্নের অভাবে ত্বকের জৌলুস কমে যাবে, তা তো হতে দেয়া যায় না। ত্বকের জেল্লা ধরে রাখতে বাড়িতে বসেই পরিচর্যা করতে পারেন। এর জন্য ভরসা রাখতে হবে পাকা পেঁপের ওপর। পাকা পেঁপে দিয়েই বানানো মাস্কই জেল্লা ফেরাবে ত্বকের।
পেঁপে এবং মধু
ত্বকের মরা কোষ দূর করতে পেঁপে দারুণ উপকারী। সেই সঙ্গে ব্যবহার করতে পারেন মধু। এই দুইয়ের মিশ্রণে ত্বকে ফিরবে জেল্লা। একটি পাত্রে পেঁপের টুকরো আর মধু একসঙ্গে মিশিয়ে চটকে নিন। তারপর সেই মিশ্রণটি ত্বকে লাগান। উপকার পাবেন।
পেঁপে এবং হলুদ
ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেয়ার কথা হলে প্রথমেই মনে আসে অ্যালোভেরা। পেঁপের সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা। তারপর মিশ্রণটির প্রলেপ লাগান ত্বকে। কিছুক্ষণ রাখুন। তারপর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। পরিবর্তন দেখতে পারবেন কয়েক দিনেই।
সূত্র: আনন্দবাজার
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪০