স্পোর্টস ডেস্ক : কয়েক দিন আগেই বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। এই ক্রিকেটারের বিয়ের পর এবার বিয়ে করলেনও অক্ষর প্যাটেল। দীর্ঘ দিনের প্রেমিকা মেহা প্যাটেলকে বিয়ে করেছেন এই অলরাউন্ডার।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অক্ষর অনেকটা চুপিসারেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চেয়েছিলেন। বিয়ের জন্য কেএল রাহুলের মতো তিনিও ছুটি নিয়েছিলেন বোর্ড থেকে। গত বছরের ২০ জানুয়ারি মেহার জন্মদিনে বাগদানের দিন সম্পর্কের কথা প্রকাশ করেন ক্রিকেটার।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/রাত ১১:২১