লাইফ ষ্টাইল ডেস্ক : শরীর, স্বাস্থ্য ভালো রাখতে নতুন বছর থেকে এমন অনেক খাবার আর মুখে তুলবেন না বলেই ভেবেছিলেন। কিন্তু নিজেকে দেওয়া কথা রাখতে পারেননি। চিজ, চকোলেট, পিনাট বাটার, আলুর মতো এমন অনেক খাবারই ইতিমধ্যে বহুবার খেয়ে ফেলেছেন। এ জন্য নিজেকে বার বার দুষছেন, হঠাৎ জানতে পারলেন- খাবারগুলো আসলে ক্ষতিকর নয়।
পুষ্টিবিদদের মতে, কোনো খাবারকেই ‘খারাপ’ বা ‘ভালো’র মানদণ্ডে মাপা ঠিক নয়। চিজ, চকোলেট, মাখনের মতো খাবারও পরিমিত পরিমাণ খাওয়া যায় এবং উপকারীও বটে।
আলু : রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই আলু খেতে চান না। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, পরিমিত পরিমাণ আলু রোজ খেলে শরীরের কোনো ক্ষতি তো হয়ই না, উল্টো আলুতে থাকা ফাইবার এবং পটাশিয়াম অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। তবে সেই আলু ভাজা বা সেদ্ধ করে না খেলেই ভালো।
চিজ : প্রোটিন এবং ক্যালশিয়ামে ভরপুর চিজ হাড়ের স্বাস্থ্য মজবুত করে। তবে এতে ক্যালোরির পরিমাণ অনেকটাই বেশি তাই উপকারী ভেবে প্রতিটি খাবারে চিজ ছড়িয়ে কিন্তু দেওয়া যাবে না। পুষ্টিবিদদের মতে, ভালো মানের পরিমিত পরিমাণ চিজ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে।
পিনাট বাটার : সাধারণ মাখনের মতো বাদাম দিয়ে তৈরি মাখনের মধ্যে বাইরে থেকে লবণ, চিনি বা উদ্ভিজ্জ তেল থাকে না। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন-এর তথ্য বলছে, মাখনে থাকা পলিআনস্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে। ফলে হৃদরোগে আত্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
ডার্ক চকোলেট : অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর ডার্ক চকোলেট মন-মেজাজ চাঙা করতে পারে। শরীরে কর্টিজল হরমোনের ক্ষরণ কমিয়ে দিতে পারে। যার ফলে মন থাকে ফুরফুরে।
মাখন : গরম ভাতে এক চামচ মাখন দিলে তার স্বাদই আলাদা। কিন্তু শরীরের কথা ভেবে মাখন খেতে পারেন না অনেকে। অথচ পুষ্টিবিদরা বলছেন, ভিটামিন এ এবং ক্যালশিয়ামে ভরপুর মাখন ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। পাশাপাশি, ভিটামিন ই চোখের জন্যও উপকারী।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫০