ডেস্ক নিউজ : রাজধানী ঢাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের চাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা নিহতের ঘটনায় গত সোমবার বাসটির রুট পারমিট বাতিলের দাবি তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পুলিশ ভিক্টর ক্লাসিক বাস চলাচল বন্ধের বিষয়ে আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিক্টর ক্লাসিক না চলার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো অফিস আদেশ সম্পর্কে জানা যায়নি।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সড়কে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস কম চলতে দেখা যায়। মূলত সদরঘাট থেকে গুলিস্তান, পল্টন, কাকরাইল, শান্তিনগর, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, নদ্দা, কুড়িল বিশ্বরোড, বিমানবন্দর, আবদুল্লাপুর হয়ে টঙ্গী পর্যন্ত ভিক্টর ক্লাসিক চলাচল করে। একই পথে আকাশ পরিবহনের বাসও চলাচল করে।
সূত্র বলছে, এই দুটি বাস কম্পানির ব্যবস্থাপনা পরিচালক একজনই। তিনি প্রতিষ্ঠানটির মালিকও। ভিক্টর ক্লাসিকের বাসের সংখ্যা আকাশ পরিবহনের কয়েক গুণ। এই পুরো পথে আধিপত্য বিস্তারের জন্যই দুই নামে এক মালিক বাস চালাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস চলেছে খুবই কম। দুপুরে পল্টন মোড়ে প্রায় দুই ঘণ্টায় মাত্র পাঁচ থেকে সাতটি বাস চলতে দেখা গেছে। তবে আকাশ পরিবহনের বাস চলেছে আগের মতোই।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৩৫
সম্পর্কিত সকল খবর পড়ুন..