আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদশে” এই প্রতপিাদ্য বিষয়কে সামনে রেখ নীলফামারীর ডোমার থানায় ওপনে হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২২ জানুয়ারি) বিকালে ডোমার থানা প্রাঙ্গণে থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)।
বিশেষ অতিথি হিসাবে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুুল্লাহ, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, নীলফামারী জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আল-আমিন রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডোমার থানায় আগমন কালে ডোমার থানায় নব-নির্মিত অভিবাদন মঞ্চ এবং হিমঘরের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পুলিশ সুপার বলেন, আমাদের সকলের দ্বায়িত্ব আমরা যেন কাউকে হয়রানি না করি, থানার কোন সোর্স থাকবেনা। নীলফামারী জেলার সব থানার মধ্যে ডোমার থানার আইন শৃঙ্খলার পরিবেশ ভালো। ডোমাকে মাদক, সন্ত্রাস মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহনে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৫