ডেস্ক নিউজ : পেলের চলে যাওয়ার এখনও এক মাস হয়নি। গত ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলে চলে গিয়েছেন ঠিকই, কিন্তু ফুটবল দুনিয়ায় রেখে গিয়েছেন তার বিরাট ছাপ। বলা চলে, কোটি কোটি ভক্তদের মনে অমর থাকবে পেলের কীর্তি। এরই মধ্যে তার ছেলেবেলার ক্লাব সান্তোসে থাকা তার বন্ধ লকার নিয়ে শুরু হয়ে জল্পনা।
পেলে এখন আর নেই। এ বার কি খুলতে পারে সান্তোসের ড্রেসিংরুমে ফুটবল সম্রাটের লকার? জোরালো হয়েছে প্রশ্ন। হয়তো এ বার পেলের বন্ধ লকার রুমের রহস্যের উন্মোচন হবে। কারণ, পেলে একটা সময় ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তিনি যখন থাকবেন না, তখনই ওই ড্রেসিংরুমের লকার খোলা যাবে।
কী রয়েছে পেলের সেই বন্ধ লকারে? যা নিয়ে পেলে-ভক্তদের কৌতূহলের অন্ত নেই। অনেকেই মনে করছেন, পেলে নিজের ব্যবহার করা ফুটবলের সরঞ্জাম রেখে যেতে পারেন। এ বার প্রশ্ন ক্লাবের পক্ষ থেকে পেলের ওই লকার খুলে দেওয়ার অনুমতি কি পাওয়া যাবে? কিংবদন্তির রেখে যাওয়া লকার হয়তো চিরকাল বন্ধই থেকে যেতে পারে। আর যদি তা কোনো দিন খোলা হয়, তা হলে কী রেখে গিয়েছেন ফুটবল সম্রাট, তা দেখার জন্য সেদিন সকলে নিশ্চিত জড়ো হবেন সান্তোসে। প্রশ্ন প্রচুর, তবে উত্তর নেই। সান্তোস ক্লাবের পক্ষ থেকেও এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪০