ডেস্ক নিউজ : ম্যাচের বয়স তখন ৪০ মিনিট। হঠাৎ খেলা বন্ধ। মাঠ ছাড়তে হলো সাউদাম্পটন এবং অ্যাস্টন ভিলার ফুটবলারদের। কারণ একটি ড্রোন। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সাউদাম্পটন-অ্যাস্টন ভিলার খেলার মাঝে হঠাৎ মাঠে একটি ড্রোন চলে আসে। তাই সাময়িকভাবে খেলা বন্ধ রাখেন রেফারি। পরে যদিও শুরু হয় ম্যাচটি। পরিস্থিতি সামলে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় দর্শকদের।
এমনিতে ম্যাচে তেমন কোনো ঘটনা না ঘটলেও সাধারণ ম্যাচটিতে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে ড্রোন। ড্রোনটি যদিও কোথা থেকে এসেছিল তা জানা যায়নি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের একটি ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল বোমাতঙ্কে।
একই দিন অন্য একটি ম্যাচে মুখোমুখি হয় চেলসি এবং লিভারপুল। একাধিক সুযোগ পেলেও দুই দল গোল করতে ব্যর্থ। লিগ জয়ের দৌড়ে বেশ পিছিয়ে পড়েছে দুটি দলই। লিভারপুল ২৯ পয়েন্ট নিয়ে টেবিলে অষ্টম স্থানে আছে। চেলসি এক ম্যাচ বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে। লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের থেকে ১৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০০