আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজমের আওতায় ভলেন্টিয়ার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । শুক্রবার (২০শে জানুয়ারি) ২০২৩ খ্রিঃ। সকাল থেকে শহরের টি হ্যাভেন রিসোর্টের কনফারেন্স হল রুমে সারাদিন ব্যাপী এক বাংলাদেশ ট্যুরিজমের আওতায় ভলেন্টিয়ার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালা প্রশিক্ষণ প্রদান করেন মো.বোরহান উদ্দিন,বাংলাদেশ টুরিজম বোর্ড সহকারী পরিচালক।
এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ট্যুরিজমের আওতায় ভলেন্টিয়ার প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ টুরিজম বোর্ডের সি,ই,ও আবু তাহির মো জাবের। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন, শ্রীমঙ্গল টুরিস্ট গাইডের সূচনা কালের ব্যাক্তিত্ব , টুর গাইড টুর অপারেটর এসোসিয়েশন অফ মৌলভীবাজার এর আব্বায়ক মো,খালেদ হোসেন। এতে অংশ করেন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক শিক্ষার্থীরা। ট্যুরিজম বোর্ডের প্রশিক্ষণ কর্মশালায় ভলেন্টিয়ার হিসেবে নির্বাচিত করা হয়।
১,কো. অর্ডিনেটরঃ- মোহাম্মদ নেছার আহমেদ, ২,কো.কো,অর্ডিনেটর: ফারজানা সহিদ তাননি,৩,কো,কো,অর্ডিনেটর,মো: রিয়াদ হোসেন ভূইয়া,৪, কো.কো,অর্ডিনেটর:-সাফি। এছাড়াও উপস্থিত ছিলেন টুর গাইডের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে অংশ গ্রহনকারী ভলেন্টিয়ার প্রমুখ।
কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৩