সূত্র: বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে সৈন্যদল ওয়াগনার গ্রুপকে ‘আন্তঃদেশীয় অপরাধী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, ওয়াগনার গ্রুপ ও এটিকে সহায়তা দেওয়া নেটওয়ার্কের ওপর সামনের সপ্তাহে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ওয়াগনার গ্রুপ ইউক্রেন ও অন্যত্র নৃশংসতা চালাচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। বর্তমানে ইউক্রেনে গ্রুপটির প্রায় ৫০ হাজার ভাড়াটে সেনা রয়েছে।
সূত্র: বিবিসি
কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৮