স্পোর্টস ডেস্ক : ব্রাজিল ফুটবলে এই মুহূর্তে সব কিছুই যেন ওলট পালট হয়ে রয়েছে। কাতার বিশ্বকাপে সেলেসাওদের হেক্সা মিশন সম্পূর্ণ হয়নি। কোয়ার্টার ফাইনাল থেকে নেইমারদের বিদায়ের পর সমালোচনার ঝড় উঠে। প্রত্যাশা পূরণ করতে না পারায় বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই কোচের পদ থেকে তিতের বিদায় ঘটে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের কোচের পদে মেয়াদ ছিল তিতের। চুক্তি পুর্ননবীকরণের দিকে ঝোঁকেননি এবং মেয়াদের আগেই দায়িত্ব ছেড়ে দেন। তখন থেকে নেইমারদের কোচের পদ খালি।
আনচেলত্তি, জিদান, মরিনহো বা এনরিকের কেউ কোচ হওয়া মানে ব্রাজিলের বাইরের কারও দায়িত্ব পাওয়া। এ নিয়ে এরই মধ্যে প্রশ্নের মুখে পড়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কিংবদন্তি রোনালদোসহ কেউ কেউ দেশের বাইরে থেকে কোচ আনার পক্ষে কথা বলেছেন। তবে রিভালদোর মতো সাবেক তারকাদের অনেকে ব্রাজিলের বাইরে থেকে কোচ নিয়োগ দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমন কিছু হলে সেটি ব্রাজিলের ফুটবল–সংস্কৃতির অপমান বলেও মন্তব্য করছিলেন বিশ্বকাপজয়ী রিভালদো।
সম্ভাব্য কোচের তালিকায় অবশ্য ব্রাজিলিয়ান কোচের নামও আছে। যাদের অন্যতম ‘ব্রাজিলিয়ান গার্দিওলা’ ফার্নান্দো দিনিজ। ফ্লুমিনেসের এই কোচকে জাতীয় দলের ডাগআউটে দেখতে চান অনেক ব্রাজিলিয়ান। তবে আসলে কে শেষ পর্যন্ত ব্রাজিলের দায়িত্ব পান, সেটা জানতে অপেক্ষা ছাড়া উপায় নেই।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০