ভয়াবহ জলবায়ু পরিবর্তনের কবলে বিশ্ব। ফলে বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ণ। যে কারণে দ্রুতই গলছে পৃথিবীর দক্ষিণ মেরুতে জমে থাকা বরফ খণ্ড। আর্কটিক অঞ্চলের জন্য ধেয়ে আসছে ভয়াবহ বিপদ।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে উপস্থাপন করা এ বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালের আগেই আর্কটিক অঞ্চলে এমন গ্রীষ্মকাল আসতে শুরু করেছে, যখন ওই অঞ্চলে কোনো বরফ বা তুষার থাকবে না। ফলে ক্ষতিগ্রস্ত হবে ওই অঞ্চলের জীববৈচিত্র্য।
তারা বলেছেন, ‘আগের তুলনায় চার গুণ হারে উষ্ণ হচ্ছে আর্কটিক। সাগরের বরফ গলছে এবং আমার ২০৫০ সালের মধ্যেই বরফশূন্য গ্রীষ্মকাল দেখতে পাবো।’
কিউএনবি/অনিমা/১৯.০১.২০২৩/দুপুর ১.৩৩