স্পোর্টস ডেস্ক : লক্ষ্য ছিল ১৩১ রানের। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে এমন সংগ্রহ তাড়া করা কঠিন। তবু বাংলাদেশের মেয়েরা তা টপকে গেছে। ছিনিয়ে এনেছে ৭ উইকেটের জয়। তাতে যুব মহিলা বিশ্বকাপে যাত্রাটা জয় দিয়ে শুরু করেছে দিশা বিশ্বাসরা। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল নির্ধারণী ওভারে ১৩০ রান করে। দলের পক্ষে ক্লেয়ার মুর ৫২ রান করেন। তার ব্যাট থেকে ৭টি চারের মার।
কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৮