শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সাংস্কৃতির অগ্রযাত্রা নিয়ে সাংস্কৃতি উৎসব ২০২৩ এর আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি সিলেট। ৭ দিন ব্যাপী আয়োজনে ছিল ৩য় তম দিন। সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরও অংশগ্রহণ করে।
বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় পুনম কর পূজার সঞ্চালনে সংগীত ও আবৃত্তি পরিবেশন করে রাত ৭টা ৪৫ মিনিটে। কবি সুকুমার রায় এর বাবুরাম সাপুড়ে, সুকান্ত ভট্টাচার্যের উদ্যোগ, কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে, হুমায়ুন আজাদ এর ভাল থেক, আল মাহমুদ এর নোলক, আহসান হাবিব এর আমি কোন আগন্তুক নই, ও রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতায় দলগত, একক ও দ্বৈত আবৃত্তি পরিবেশন করে পূজা, শুচি, পিউ, নিনো,অ াফসানা, বিথী, ত্রিদিব, গুলজার, ইয়াসিন, স্বপ্ন, স্নেহা, শাকিল, সুমাইয়া, সৃষ্টি, শ্রেষ্ঠ, ঐশিকা, মণিষা,ও রাখি রানী রায়। আমি ভাই ক্ষ্যাপা বাউল দ্বৈত কণ্ঠে গান পরিবেশন করে ঐশিকা ও মণিষা।
কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৪