মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জাইকা এর সহযোগিতায় শিবচর থানার বাশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর শেখপুর গ্রামের আড়াই কিলোমিটার জাইকা প্রজেক্ট্রের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকুলে কাজ নেয়া সাব কন্ট্রাক্টে ঠিকাদার মোঃ শাহেবালী তাইনীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৩ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয় এই কাজে। বাশকান্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর-শেখপুর গ্রামে রাস্তার আড়াই কিলোমিটার নির্মাণ কাজ বর্তমানে করছেন সাব কন্ট্রাক্টার মোঃ শাহেবালী তাইনী। নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন,রাস্তার ১ কিলোমিটার ছেলাব দেওয়ার কথা থাকলেও ছেলাব না দিয়ে বাসের খুটি ও কাগজ দিয়ে কাজ করিতেছে এবং যায়গায় যায়গায় কালভার্ট দেওয়ার কথা থাকলেও তা নাদিয়ে বাজার থেকে রেডিমেট পাইব এনে দিয়েছে।
কৃষকের কাছ থেকে টাকা আদায় করিয়া মাটি ভরাট করিয়া রাস্তা বানাইতেছে এবং রাস্তার উপরে ও পাসে সঠিক মাপ না দিয়ে তাদের ইচ্ছে মত কাজ করিতেছে। ভিতরে না কাটিয়া ২ সাইটের জমি কাটিয়া ফসলী জমি ক্ষতিগ্রস্ত করিয়াছে। রাস্তার এপাস ওপাস পানি নিস্কাসনের জন্য পাইপ ফিটিং করিতেছে না। বসত বাড়ির মাটি কাটিয়া রাস্তা ঠিক করিতেছে। মসজিদ মাটি দিয়া ঢাকিয়া দিয়াছে।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির অনিয়মের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনো অনিয়মের মাধ্যমে কাজ দিয়েই উক্ত কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এবিষয়ে ঠিকাদার শাহেবালী তাইনী সাথে একধিকার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। এবিষয়ে(পিআইও) শিবচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকেও একাধিক যোগাযোগ করে তাকে ও পাওয়া যায়নি।
কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫০