আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছর-২০২৩ এর এক সপ্তাহ পার না হতেই ইসরাইলি পুলিশের গুলিতে নিহত হয়েছে ৪ ফিলিস্তিনি তরুণ। সবশেষ আমের আবু জাইতুন নামের নেবলুস শহরের এক ১৬ বছরের শিশুর প্রাণ গেছে। খবর মিডল ইস্ট আইয়ের।
এর আগে গত ২রা জানুয়ারি মোহাম্মেদ সামার খোশিয়াহ এবং ফুয়াদ মোহাম্মেদ আবেদ নামের দুই তরুণ ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়। গত বছর পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে ৪৮ শিশুসহ ২২০ ফিলিস্তিনির প্রাণ গেছে।
কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০৮