স্পোর্টস ডেস্ক : রেফারির উদ্দেশ্যে ‘আপত্তিকর অঙ্গভঙ্গি’ করায় শাস্তি হয়েছিল বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কির, তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করেছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন, সেই শাস্তির বিরুদ্ধে আপিল করেও হেরে গেলেন লেভানদোস্কি, তাকে তিন ম্যাচ নিষিদ্ধ থাকতে হচ্ছে অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করতে পারবে বার্সেলোনা,
গত ৮ নভেম্বর লা লিগায় ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে দুইবার হলুদ কার্ড দেখেন লেভানদোস্কি, দ্বিতীয় কার্ড পাওয়ার পর রেফারির উদ্দেশ্যে তিনি ‘আপত্তিকর অঙ্গভঙ্গি’ করেন, এজন্য তাকে এই শাস্তি দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন এরপর গত মাসে মাদ্রিদের কেন্দ্রীয় প্রশাসনিক আদালত লেভানদোস্কির নিষেধাজ্ঞা স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়,
এ কারণে গত শনিবার লিগে এস্পানিওলের বিপক্ষে খেলার সুযোগ পান এই তারকা, কিন্তু গতকাল বুধবার টিএডি তার নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত জানায়, ফলে লা লিগায় বার্সেলোনার পরের তিন ম্যাচে খেলতে পারবেন না লেভানদোস্কি এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্য আপিল করতে পারবে বার্সেলোনা, কাতালান জায়ান্টদের পরবর্তী ম্যাচ আগামী রবিবার আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে,
কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০