আরও বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তিনি জানালেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে তার কী কথা হয়েছিল।
ইমরান জানিয়েছেন, সেই আলাপে নিজেকে প্লেবয় হিসেবে শিকার করে নিয়েছিল তিনি।
ইমরান আরও বলেছেন, তিনি কখনো নিজেকে ফেরেশতা দাবি করেননি।
ইমরান খান বাজওয়া সম্পর্কে আরও বলেছেন, ‘জানতে পারি যে আড়ালে দ্বৈত গেম খেলছেন বাজওয়া, শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী বানাতে চলেছেন। বাজওয়া আমাকে পেছন থেকে ছুরি মেরেছেন।’
সোমবার নিজের লাহোরের বাসভবনে ইমরান সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তার নামে ছড়িয়ে পড়া তিনটি ‘নোংরা অডিও’ নিয়ে বলতে গিয়ে এসব কথা জানান।
সূত্র: জিও নিউজ
কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৪