স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে শেষ হয়ে গেছে রাসেল ডমিঙ্গো জামানা। নতুন কোচ খুঁজছে বিসিবি। তবে এরই মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে, সাবেক টাইগার কোচ চন্দিকা হাথুরুসিংহে আবারও আসছেন দায়িত্বে। কিছু মিডিয়া তো দাবি করছে, দুই পক্ষের পাকা কথা হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর বাকি। হাথুরু আদৌ আসবেন কি না, সেটা যথাসময়ে জানা যাবে। তবে শ্রীলঙ্কান এই কোচ এলে খুশিই হবে মেহেদী মিরাজ।
মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে নতুন বছরে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলের এই তরুণ অলরাউন্ডার এই সময়ে দুর্দান্ত ফর্মে আছেন। ভারতের বিপক্ষে সদ্যই ওয়ানডে সিরিজ জিতিয়েছেন দারুণ দুটি ইনিংস খেলে। বল হাতেও তিনি দুর্দান্ত। হাথুরু কোচ হয়ে এলে তিনি খুশি হবেন কি না, এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘অবশ্যই। যেহেতু তার অধীনে আমার অভিষেক হয়েছিল!’
মিরাজ আরো বলেন, ‘তবে দিনশেষে আমাকে পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে বাংলাদেশ দলে আমি খেলতে পারব না, যে কোচই আসুক না কেন। দিনশেষে পারফর্ম করেই খেলতে হবে। আমাকে পছন্দ করুক বা না করুক এটা বড় বিষয় নয়। পছন্দ তখনই করে যখন পারফর্ম করে। তাই পারফর্ম করাই গুরুত্বপূর্ণ, যে কোচই আসুক না কেন। ’
মিরাজ বলেন, ‘কোচের ভূমিকার পাশাপাশি খেলোয়াড়দের প্রস্তুতি গুরুত্বপূর্ণ, খেলতে হবে খেলোয়াড়দেরই। নিজেদের প্রস্তুতি তাই খুবই জরুরি। এই সময়টা নিজেদের বেসিক নিয়ে কাজ করতে পারি, ঘাটতি নিয়ে কাজ করতে পারি। নতুন কোচ তাদের পরিকল্পনা সাজাবে, আমরা আমাদের ভাবনা জানাব, কিভাবে খেলতে পছন্দ করি। এটা একটা কম্বিনেশনের ব্যাপার। ’
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০