শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পহেলা জানুয়ারি সারা দেশে বই উৎসবের অংশ হিসাবে সিলেট শহরতলির সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজে রোববার (০১ জানুয়ারি) বেলা ১টায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল বাছিতের পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভাণিং বডির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশীদ, গভাণিং বডির শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ, সদস্য মো. আরব আলী, আব্দুস শহীদ, মো. রফিক মিয়া, খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন গভাণিং বডির সাবেক সদস্য আব্দুল হান্নান, আব্দুল আলীম, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আব্দুল হামিদ, আব্দুস সালাম, মতিন খাঁ, মকবুল মিয়া, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী, সাবেক সভাপতি এসএম তারা মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ আলী, সাবেক সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. সোরাব উদ্দিন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক কামরান আলী তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সিলেট জেলা তাতী লীগের উপদেষ্টা উপেন্দ্র ঘোষ, সিলেট সদর উপজেলা যুবলীগ লীগনেতা আব্দুস সালাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছুয়াব আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে একসাথে সারাদেশে বই বিতরণ করা হচ্ছে। বিনামূল্যে বই বিতরণ পৃথিবীর উন্নত দেশে বই উৎসব করতে পারে না, শুধুমাত্র শেখ হাসিনার সরকারই তা পারে। আজ ধনী গবির সব এককাতারে মিলে মিশে বই উৎসব পালন করছেন। দেশে আজ প্রায় ৩৩/৩৪ কোটি বই বিতরণ করা হচ্ছে। দেশ আজ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে তা কেউ থামাতে পারবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের যত সমস্যা আছে তা অচিরেই সকলকে সাথে নিয়ে সমাধান করব। প্রতিষ্ঠানের উন্নয়ন করতে এসেছি এখানে কোনো কিছু নিতে আসিনি দিতে এসেছি। শুধু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন।
কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০