বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আলহাজ্জ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’কে ফুলেল শুভেচ্ছা জানান গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ লুৎফর রহমান দীপ’র নেতৃত্বে কার্যকরী কমিটি ও সাবেক নেতৃবৃন্দ।
গতকাল রবিবার বিকেল ৩ টায় গৌরনদী প্রেসক্লাবে নবনির্বাচিত পরিষদের সাথে আলহাজ্জ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সেড়ালস্থ বাস ভবনে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুচ, উজিরপুর উপজেলা চেয়ারম্যান জামাল হোসেন বাচ্চু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সহ সভাপতি নারগিস সুলতানা, সহ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ কামাল হোসেন, নির্বাহী সদস্য জান্নাত আরা রাখি, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মাদ শাহিন, সাধারন সম্পাদক লিটন খান, সহ সাধারন সম্পাদক মোঃ ফারহান হোসেন নান্নু, মোঃ মেহেদি হাসান, দপ্তর সম্পাদক শেখ রায়হান শাওন, নির্বাহী সদস্য ফেরদৌস আরা রিতু প্রমূখ।
মতবিনিময় সভায় মন্ত্রী আলহাজ্জ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি গৌরনদী প্রেসক্লাবের উন্নয়ন অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে ক্লাবের নেতৃবৃন্দের কথা শোনেন এবং তিনি প্রেসক্লাবের জন্য স্থায়ীভাবে ভবন তৈরী করে দেওয়াসহ গৌরনদী প্রেসক্লাবের উন্নয়নে তার পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন।
কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২০