স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল কক্সবাজারে। নানা শঙ্কা, অনিশ্চয়তাকে পেছনে ফেলে সফলই বলা চলে উদ্বোধনী এ আসরকে। ৭টি দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এ টুর্নামেন্ট সন্তুষ্ট করেছে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনকে। কক্সবাজারের আবহাওয়া ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্যারিস অলিম্পিকের বাছাইপর্বের আয়োজক হিসেবে পাস মার্কও দেয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সে বাছাইপর্ব। বিশ্বের ২১টি দেশের শতাধিক আ্যথলেট অংশ নেবেন সেখানে।
এ বিষয়ে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ লতিফ বলেন, ‘বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকত আছে, যা আমি কখনো দেখিনি। বাংলাদেশ ফেডারেশনের আয়োজনে আমরা খুবই খুশি। আমাকে বলতেই হয়, বিচ ভলিবলের জন্য কক্সবাজার অন্যতম সেরা একটি স্থান। কক্সবাজারকে তাই আমরা ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের বাছাইপর্বের জন্য মনোনীত করেছি।’
বাছাইপর্বের আয়োজক হলে সরাসরি খেলার সুযোগ পাবে স্বাগতিক বাংলাদেশ। তবে, এখনও এই ইভেন্টের জন্য আলাদা করে কোনো জাতীয় দল নেই লাল-সবুজদের। সেন্ট্রাল এশিয়ান বিচ ভলিবলেও তাই সাফল্যের খাতা শূন্য। নারী বা পুরুষ কোনো বিভাগেই অর্জন নেই কোনো।
তবে বাছাইপর্বকে সামনে রেখে শতভাগ প্রস্তুতি নেয়ার আশ্বাস বাংলাদেশ ভলিবল ফেডারেশনের। আলাদা করে এই ইভেন্টের জন্য খেলোয়াড় তৈরির পাশাপাশি, কোচ নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘অলিম্পিকের বাছাইপর্বে বাংলাদেশ সুযোগ পাবে আয়োজক দেশ হিসেবে। অলিম্পিকে জায়গা করে নেয়ার জন্য এ সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত। খেলোয়াড় বাছাই করে আমাদের প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনে বাইরে পাঠানো হবে। আমাদের এ সুযোগটা হাতছাড়া করা উচিত না।’
কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮