স্পোর্টস ডেস্ক : সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জ্বরে আক্রান্ত হওয়ায় বাবর আজম তৃতীয় দিন সকালে ফিল্ডিং করতে নামেননি। তাঁর পরিবর্তে নামেন একাদশে না থাকা মোহাম্মদ রিজওয়ান। বাবরের অনুপস্থিতিতে রিজওয়ানকেই দেখা যাচ্ছিল অধিনায়কের দায়িত্ব পালন করতে, ফিল্ডিং সাজাতে। আইসিসির নিয়মে অবশ্য স্পষ্ট বলা আছে, বদলি ফিল্ডার কখনো বোলিং এবং অধিনায়কত্ব করতে পারবেন না।
রিজওয়ান সেটা করে থাকলে আইসিসি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। বাবরের অনুপস্থিতিতে রিজওয়ান মাঠে নামলেও তিনি কোনো রিভিউ নেননি। ফিল্ডিং দলের অধিনায়কই শুধু আম্পায়ারের কাছে রিভিউয়ের আবেদন করতে পারেন।
রিভিউ নেওয়ার সময় এগিয়ে এলেন দীর্ঘদিন পর দলে আসা সরফরাজ আহমেদ। অর্থাৎ বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের নেতা তিনি। যদিও রিজওয়ানকে ফিল্ডারের জায়গা পরিবর্তন করতে দেখা গেছে। বাবরের পাশাপাশি শান মাসুদ ও আগা সালমানের জ্বর। তাই তারা মাঠে নামেননি। তবে মাঠে রিজওয়ানের কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে, পাকিস্তানের অধিনায়ক কি তাহলে তিনজন?
এদিকে করাচি টেস্টে পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের করা ৪৩৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে এরই মধ্যে ৬ উইকেটে ৪৪০ রান করে ফেলেছে কিউইরা।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮