স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফর শেষে ভারত নিজেদের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলবে শ্রীলংকার বিপক্ষে। ৩-১৫ জানুয়ারি অনুষ্ঠেয় সাদা বলের এই দুটি সিরিজে খেলবেন না লোকেশ রাহুল। বিয়ে করছেন তিনি। কনে আথিয়া শেঠি বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে।
শ্রীলংকা সিরিজে রোহিত ও রাহুল দুজনই খেলবেন না। রাহুল বিয়ের জন্য। আর রোহিতের চোট পুরোপুরি সারেনি। ২০২২ সালটা ভালো যায়নি রাহুলের। এ বছর চার টেস্টে মাত্র ১৩৭ রান করেছেন তিনি। ১০টি ওডিআইতে ২৫১ এবং ১৬ টি ২০-তে ৪৩৪ রান এসেছে তার ব্যাট থেকে।
কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০