বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সুফি হযরত নাসির উদ্দিন চিশতী আল হোসাইনী (রহঃ) এর স্মরণে ৩৪তম মহাপবিত্র উরস মোবারক উপলক্ষে বার্ষিক ছেমা মাহফিল ও বাউলগান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দক্ষিণ টনকি শিকারমোড়া হযরত নাছির উদ্দীন শাহ্ (রহঃ) এর দরবার শরীফ প্রাঙ্গণে বাদ মাগরিব থেকে সারা রাত্রি ব্যাপি অনুষ্ঠিত উরস মোবারকে সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী হুমায়ুন চৌধুরী।
দরবারের গদ্দিনশীন পীর শাহ সুফি হযরত জাহের উদ্দিন চিশতী (রহঃ) এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ও দরবারের ভক্ত বিল্লাল চিশতি’র সঞ্চালনায় ওরস মোবারকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোগড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আনু মিয়া, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হামদু মিয়া, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, মোঃ মাওলা মিয়া, সমাজসেবক মোঃ আনু ভুঁইয়া, ইকবাল চৌধুরী, মোঃ নুরু ভূইয়া, মোঃ আলফাজ সরদার, পীরজাদা মাইন উদ্দিন চিশতি, মোগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুম মিয়া, দরবারের খাদেম মোবারক কাজী, রিপন মিয়া, জালাল মিয়া, রফিক চিশতি, বাবুল চিশতি, বিল্লাল চিশতি, ইউসুফ মিয়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
দরবারের পীর শাহ সুফি হযরত জাহের উদ্দিন চিশতী জানান, আজ থেকে প্রায় পৌনে দুইশ বছর পূর্বে আমার দাদা হুজুর হযরত ছাবুত আলী চিশতি এই দরবার প্রতিষ্ঠা করেন, তার পরবর্তীতে আমার বাবা হযরত শাহ্ নাছির উদ্দিন চিশতী মাধ্যমে এই দরবার শরীফটি সম্প্রসারিত হয়। তিনি ভারতের আজমির শরীফ থেকে খেলাফত প্রাপ্ত একজন সুফি সাধক ছিলেন। উরস মোবারক এর শুরুতে ওয়াজ নসিহত, মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের পর শুরু হয় শানে মুর্শিদী, ছামা ও বাউল গান।
বাউলগান পরিবেশন করেন, নবীনগর থেকে আগত বাউল শিল্পীঃ- আমির সরকার, আনোয়ার সরকার ও দিনা চিশতি। উরস মোবারকে বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত আশেকান সহ কয়েক শতাধিক মানুষ সারারাত ব্যাপী বাউল গান উপভোগ করেন…………………….(বাউল গানের অংশবিশেষ)।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪