এম রায়হান চৌধরী,চকরিয়া প্রতিনিধি : কক্সবাজার জেলার সিনিয়র ও প্রবীণ সাংবদিক জাকের উল্লাহ চকোরী ইন্তরকাল কররছেন, বুধবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রামস্থ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।জাকের উল্লাহ চকোরী দৈনিক ইনকিলাব এর কক্সবাজার জেলা সংবাদদাতা ছিলেন।
তিনি প্রায় ৪৫ বছর ধরে সাংবাাদিকতায় জড়িত ছিলেন। চট্টগ্রামের দৈনিক নয়াবাংলা পত্রিকা দিয়ে তার সাংবাদিকতার হাতেখড়ি। তিনি বাংলারবাণীসহ দেশের অনেক জাতীয় পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম আলী হোসেন ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী ও সকল সদস্য শোক জানিয়েছেন।
কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৪