মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নে আইমএমএম” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বেলা ১১টায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) মিলনায়তনে আইএমএমএম আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেব উপস্থিত আছেন বিসিএসআ্ইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী।
কর্মশালায় আইএমএমএম জয়পুরহাট এর পরিচালক ড. নাজিম জামান এর সভাপতিত্ব করেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেছেন আইএমএমএম এর প্রিন্সিপাল সায়েনিটফিক অফিসার ড. প্রদীপ কুমার বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ শাহ আলম।
সেমিনারে জেলা শীর্ষ ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত আছেন। আইএমএমএম এর উদ্ভাবিত দেশীয় খনিজ সম্পদ ব্যবহার করে স্থানীয়ভাবে নানারকম ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠা করা সহজ এবং সম্ভাবনার বিষয়ে আলোচনা চলছ্।ে
কিউএনবি/অনিমা/২১.১২.২০২২/বিকাল ৩.২০