ডেস্ক নিউজ : বনানী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সিকান্দার আলী (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ। আজ শনিবার ঘটনাটি ঘটেছে। নিহত সিকান্দার আলী ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাগ্রাদিয়া শাখারীপাড়া গ্রামের মৃত নুর জামানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মরমা জানান, আজ আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে বনানী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সিকান্দার আলী মারা যান। রেললাইন দিয়ে অসতর্কতাবশত হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
তিনি জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় সিকান্দারের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘সিকান্দার দক্ষিণ বাড্ডার বাসা থেকে সকালে হাঁটতে বের হয়েছিলেন। তিনি পূর্বে একটি ব্যাংকের চাকরি করলেও বর্তমানে বেকার ছিলেন বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। ’সিকান্দারের স্ত্রী নিলুফার ইয়াসমিন জানান, তার স্বামী কক্সবাজারে একটি ব্যাংকে চাকরি করতেন।
এক সপ্তাহ আগে চাকরি থেকে রিজাইন দিয়েছেন তিনি। বর্তমানে তিনি কিছু করতেন না। তিনি বলেন, ‘সকালে বাসা থেকে হাঁটার জন্য বের হয়েছিল। পরে পুলিশ জানায় সে দুর্ঘটনার শিকার হয়েছে। ’দক্ষিণ বাড্ডায় পরিবারের সাথে থাকতেন সিকান্দার আলী। দুই সন্তানের জনক তিনি।
কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২০