বিজয় দিবসে ভিলেজ ডক্টর ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি
Update Time :
শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
১৮৪
Time View
ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে মানুষ ও মানবতার জন্য কাজ করে যাওয়া বেসরকারি সংস্থা ভিলেজ ডক্টর ফাউন্ডেশন।শুক্রবার ( ১৬ ডিসেম্বর) সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধর ২নং গেটের পাশে ফাউন্ডেশনটির অস্থায়ী মেডিকেল ক্যাম্প হতে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।এ সময়, হতদরিদ্রদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষুধ বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান, স্বাস্থ্য বিষয়ক দিকনির্দেশনা ও স্বাস্থ্যপরীক্ষা করা হয়।
এই বিষয়ে সংস্থাটির প্রধান নির্বাহী ও ঔষুধ বিজ্ঞানী পবিত্র কুমার শীল বলেন, ভিলেজ ডক্টর ফাউন্ডেশনের লক্ষ্যই হলো গ্রামের সুবিধা বঞ্চিত সহজ-সরল ও সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি বিষয়ে সহায়তা, উন্নয়ন ও হতদরিদ্রের সহযোগিতা, বেকার যুবকদের উন্নয়ন ঘটানো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ক্যাম্পটি বসাই এবং মানুষ যে কি পরিমাণ দুর্যোগে রয়েছে এখানে তাদের সাড়া পেয়ে আমরা বুঝতে পারছি। তিনি আরো বলেন, সারাদিনে মোটামুটি আমরা ৬০০ মানুষকে সেবা দিয়েছি। ব্লাড প্রেশার চেক করা, জ্বর মাপা, ওজন পরিমাপ সহ রক্ত পরীক্ষা করা হয়েছে। ভিটামিন, মিনারেল, স্যালাইন, জ্বর, ঠান্ডা, প্রেশার ইত্যাদি ঔষুধ এবং ব্যান্ডেজ, মাস্ক, স্যানিটাইজার সহ নানা ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
সেবাগ্রহীতা এক রিক্সাচালক বলেন, আমার মাথা ঘুরতেছিল, পেট ব্যথাও ছিল৷ এই জায়গায় আসার পরে তারা আমার সমস্যা শুনে এবং আমার প্রেশার মেপে ঔষুধ দেয়। একটা সাধারণ দোকানে গিয়ে ঔষুধ কিনতে গেলে অনেক টাকা খরচ হয়। দেখা যায় এসব করতে গিয়ে নিজের পেট চলে না। এই কারণে অসুখ নিয়েও কাজ করে যায়। এনাদের মতো এরকরম যদি একটা ব্যবস্থা থাকতো আমাদের এতো কষ্ট করে পরিশ্রম করতে হতো না।
সার্বিক বিষয়ে চেয়ারম্যান উজ্জ্বল সাহা বলেন, একটি বৈষম্যহীন ও সুনর সমাজের স্বপ্ন দেখি আমরা। ভিলেজ ডক্টর সেই স্বপ্নকে ধারণ করে ও বাহক হিসেবে কাজ করে যাচ্ছে। আগামীতে আমাদের আরো বড় বড় কার্যক্রম শুরু হতে যাচ্ছে সবাই আমাদের পাশে থাকবেন।এদিকে, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি দিয়েও শহীদের সম্মান জানায় সংস্থাটি। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট অরুপ দাস শ্যাম, হিসাব বিষয়ক উপদেষ্টা ব্যাংকার অসীম কুমার রায়, জেনারেল ম্যানেজার সজল সিংহ, স্বাস্থ্য প্রকল্পের পরিচালক জয় সরকার, ভেটেরিনারি প্রকল্পের পরিচালক তানভীর আহমেদ, গণ সংযোগ কর্মকর্তা গৌরব শীল সহ উক্ত ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীগণ।
কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭